A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Saturday, October 27, 2018

KENO DISHEHARA (কেন দিশেহারা) LYRICS - Minar Rahman

Keno Dishehara Song Lyrics by Minar Rahman Bangla Song. This bengali song music produced by Sajid Sarker. Bangla Song Lyrics written by Minar Rahman. Lyrical Video song making by Sagor Hossain.

Singer: Minar Rahman
Music Producer: Sajid Sarker
Lyrics, Tune & Composition: Minar Rahman
Lyrical Video: Sagor Hossain
Label: Gaanchill Music

Keno Dishehara Lyrics In Bangla :

তোমার চোখে আঁকা স্বপ্নগুলো,
আমায় ডাকে একাকী।
তোমায় ঘিরে লেখা গল্পগুলোয়,
হঠাৎ ওড়ে জোনাকি।

আমার আকাশেতে মেঘেরা ভাসে,
হাসে ঝুম বরষায়।
দূরের তারাগুলো থমকে থাকে পাহারায়।

তোমার ঠোঁটের ঐ মিষ্টি হাসি,
কোথায় বলো হারিয়ে।
আমার মনটা মিছে বাজায় বাঁশি,
ভুল সে মায়ায় জড়িয়ে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
অভিমানী রাজপথে,
চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে..

কেন দুটো পথ বেঁকে কেন দু' দিকে
জানিনা
কেন দুটো মন অজানাতে হারালো
জানি না, জানিনা।

কোথায় আছো আজ,
কেমন আছো হায়,
কেন দিশেহারা ?

আমি পথের মাঝে একা
থমকে দেখি আকাশটা।
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়
হয়ে পাগলপারা।
তুমি তোমার মতো করে
বদলে দিলে শহরটা।

আমার চোখে আঁকা স্বপ্নগুলো
জানি তোমায় ডাকে নীরবে।
আমায় ঘিরে সব প্রশ্নগুলো
জানি মলিন হয়ে হারাবে।

তোমার আকাশে কি মেঘেরা ভাসে ?
কাঁদে ঝুম বরষায়।
দূরের তাঁরাগুলো থমকে আজও পাহারায়..

কেন দুটো পথ বেঁকে কেন দু' দিকে
জানিনা
কেন দুটো মন অজানাতে হারালো
জানি না, জানি না।

কোথায় আছো আজ,
কেমন আছো হায়,
কেন দিশেহারা?
আমি পথের মাঝে একা
থমকে দেখি আকাশটা।
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,
হয়ে পাগলপারা।
তুমি তোমার মতো করে
বদলে দিলে শহরটা.. (x2)

কেন দিশেহারা লিরিক্স :

Tomar Chokhe Aka Shopnogulo
Amay Daake Ekaki
Tomay Ghire Lekha Golpoguloy
Hothat Orey Jonaki

Amar Akashete Meghera Vashe
Haashe Jhum Boroshay
Durer Taragulo Thomke Thake Paharay

Tomar Thoter Oi Misti Haasi
Kothay Bolo Hariye
Amar Monta Michey Bajay Banshi
Bhul Sey Mayay Joriye

Bikel Goriye Shondha Naame
Obhimaani Raajpothe
Chokher Kone Jol Lukiye Thake Aaraley

Keno Duto Poth Beke Keno Du-Dike Janina
Keno Duto Mon Ojanate Haralo Jani na, Jani na






No comments:

Post a Comment

Blog Archive