A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Monday, December 24, 2018

TOMAR PASHER DESH (তোমার পাশের দেশ) LYRICS - ARIJIT SINGH | BIJOYA (2019)

TOMAR PASHER DESH BY ARIJIT SINGH MP3 SONG LYRICS IN BANGLA FROM BIJOYA (2018):

Tomar Pasher Desh,Tomar Pasher Desh lyrics,Tomar Pasher Desh by arijit singh,Tomar Pasher Desh by arijit singh lyrics,Tomar Pasher Desh mp3 download,তোমার পাশের দেশ,
TOMAR PASHER DESH LYRICS BY ARIJIT SINGH FROM BIJOYA (2018): Presenting ' Tomar Pasher Desh ' Bengali Song Lyrics from the movie 'BIJOYA' featuring very talented & beautiful Jaya Ahsan & Abir Chatterjee, Kaushik Ganguly, Lama Halder in the lead role.This song is sung by Arijit Singh & Lyrics penned by Kaushik Ganguly.While the music is directed by Indraadip Das Gupta.

SONG CREDITS :
■ Song: Tomar Pasher Desh
■ Singer: Arijit Singh
■ Lyric : Kaushik Ganguly
■ Music: Indraadip Das Gupta
■ Film : Bijoya (2019)
■ Label: Surinder Films Pvt. Ltd.
■ Release Date : Dec 23, 2018


TOMAR PASHER DESH BY ARIJIT SINGH FULL SONG


TOMAR PASHER DESH LYRICS IN BANGLA

তোমার পাশের দেশ ,
তোমার পাশের বাড়ি।
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি।

ও সবই তো গল্পের বই,
হাজার রঙের সুর
চার থেকে রোদ্দুর,
মলাটের নাম ধরে ডাকে।

তুমি তো ফিরে পেলে তাকে,
আমি পেলাম কই?
সবই তো গল্পের বই।

পুতুল নাচের মতো,
সারা গায়ে সুতো যত,
আমি তো আসলে কেউ নই।

মাঝির বসান এক ছই,
কখনো তোমার পাশে,
মেঘলা আষাঢ় মাসে,
কখনো একলা সরু গলি।

ভোরের আযানে চোখ খুলি,
বাতাসে সে হরিবোল খই।

আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?

তুমিও তো গল্পের বই,
তুমিও তো গল্পের বই।

তোমার পাশের দেশ ,
তোমার পাশের বাড়ি।
তোমার কথার রেশ,
তোমার পাশের গাড়ি।
][ সমাপ্ত ][

বিজয়া (২০১৯ সালের চলচ্চিত্র):

বিজয়া ২০১৯ সালের মুক্তিপ্রতিক্ষিত ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন স্বনামধন্য চিত্রনাট্যকার এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং নিবেদন করেছেন অপেরা মুভিজ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি সহ আরো অনেকে। সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

No comments:

Post a Comment

Blog Archive