SONG CREDITS :
■ Song: Harai
■ Singer: Minar Rahman
■ Music : Emon Chowdhury
■ Lyrics : Isteaque Ahmed
■ Label: CD Choice
■ Release Date : May 31, 2019
HARAI BY MINAR RAHMAN FULL MP3 SONG
HARAI LYRICS IN BANGLA
যদি দেখা না হয়,
যদি কথা না হয়,
যদি চলে যাই ভুল পথ ধরে।
যদি এসে না পাও,
যদি শুন্য শুন্য লাগে,
তবে রেখো চিরকুট চেনা অক্ষরে।
আমি হারাবো বলে এসেছি,
পা বাড়াবো বলে হেঁটেছি,
দাঁড়াবো বলে ভাবিনি তাই।
হারাই আমি হারাই, হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই।
হারাই আমি হারাই, হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই।
যদি দেয়াল ভাঙে,
ভাঙে খেয়াল তোমার,
যদি কখনো পড়ো তুমি
মন ভাঙা ঝড়ে।
যদি ফিরেই যাবে,
যদি কান্না কান্না লাগে,
তবে রেখো দু'চোখ আড়াল করে।
আমি হারাবো বলে এসেছি,
পা বাড়াবো বলে হেঁটেছি,
দাঁড়াবো বলে ভাবিনি তাই।
হারাই আমি হারাই,
হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই। - [ ২ বার ]
আজও কিছু ভুল, কিছু ঠিক,
চেনা কাক, শহুরে শালিক,
নাম ধরে বলে যায় রোজ,
তুমি নেই, তুমি যে নিখোঁজ।
আমি হারাবো বলে এসেছি,
পা বাড়াবো বলে হেঁটেছি,
দাঁড়াবো বলে ভাবিনি তাই।
হারাই আমি হারাই,
হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই। - [ ২ বার ]
যদি দেখা না হয়,
যদি কথা না হয়,
যদি চলে যাই ভুল পথ ধরে।
যদি এসে না পাও,
যদি শুন্য শুন্য লাগে,
তবে রেখো চিরকুট চেনা অক্ষরে।
][ সমাপ্ত ][
যদি কথা না হয়,
যদি চলে যাই ভুল পথ ধরে।
যদি এসে না পাও,
যদি শুন্য শুন্য লাগে,
তবে রেখো চিরকুট চেনা অক্ষরে।
আমি হারাবো বলে এসেছি,
পা বাড়াবো বলে হেঁটেছি,
দাঁড়াবো বলে ভাবিনি তাই।
হারাই আমি হারাই, হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই।
হারাই আমি হারাই, হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই।
যদি দেয়াল ভাঙে,
ভাঙে খেয়াল তোমার,
যদি কখনো পড়ো তুমি
মন ভাঙা ঝড়ে।
যদি ফিরেই যাবে,
যদি কান্না কান্না লাগে,
তবে রেখো দু'চোখ আড়াল করে।
আমি হারাবো বলে এসেছি,
পা বাড়াবো বলে হেঁটেছি,
দাঁড়াবো বলে ভাবিনি তাই।
হারাই আমি হারাই,
হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই। - [ ২ বার ]
আজও কিছু ভুল, কিছু ঠিক,
চেনা কাক, শহুরে শালিক,
নাম ধরে বলে যায় রোজ,
তুমি নেই, তুমি যে নিখোঁজ।
আমি হারাবো বলে এসেছি,
পা বাড়াবো বলে হেঁটেছি,
দাঁড়াবো বলে ভাবিনি তাই।
হারাই আমি হারাই,
হারাই শুধু হারাই,
তোমার গল্পে কোথাও আমি নাই। - [ ২ বার ]
যদি দেখা না হয়,
যদি কথা না হয়,
যদি চলে যাই ভুল পথ ধরে।
যদি এসে না পাও,
যদি শুন্য শুন্য লাগে,
তবে রেখো চিরকুট চেনা অক্ষরে।
][ সমাপ্ত ][
No comments:
Post a Comment