A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Monday, July 1, 2019

Beporoa Lyrics (বেপরোয়া) Shiekh Sadi Bangla Rap Song

Beporoa Lyrics by Shiekh Sadi Bangla Rap Song



Beporoa Lyrics by Shiekh Sadi :

Beporoa Song Is Sung by Shiekh Sadi Bangla Rap Song. Music composed by Alvee. Ami Boro Beporoya Bengali Song Lyrics written by Shiekh Sadi. Video Song Directed by Als Shawon.

Song : Beporoa
Singer : Shiekh Sadi
Music : Alvee
Lyrics & Tune : Shiekh Sadi
Flute : Ayon Islam Oly
Director : Als Shawon
A.D : Sariful Islam Hasan
Edit & Color : Als Shawon
Concept : Als Shawon & Sariful Islam Hasan

Beporoa Song Lyrics In Bengali :

এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না
স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না।
সময় থাকতে সময় তুমি রাইখো নিজের হাতে
পরের আশায় ঝুলে রবা বাঁশ বাগানের ঝোপে।

রাখে দশ বারোটা,
কলিজায় প্রাণ থাকলে একলা লাগ
মুখে শুধু বকবক কামে কিছু না
সময় মতো তোর আবার জবান খোলে না
আগে পিছু তুই আমার কত কথা কস
সামনে আসলে কেন তবে হাতটা বাড়াস?
আমি একটাই চিজ, একখানা জিনিষ
না শুনলে করবি এই রেপ টা মিস।

আমি বড় বেপরোয়া, কারোর ধার ধারি না
নিয়ম নীতি সবই আমার,
কারোর বাপের খাই না।
যাচ্ছে সময় যাক না
রুটিন আমার লাগে না,
যে যা ভাবে ভাবুক
আমার আসে যায় না।
আমি বড় বেপরোয়া..

কন্ডিশনে চলে প্রেম, তার মাঝে লেনদেন
লাভ লসের অঙ্ক করে চলছে ভালোবাসার গেম।

আমার যা বলার তা, আমি মুখের ওপর বলি
তোর মতো পিঠ পিছে, দিই না গালি।
আগে পিছু তুমি করো ঘোরাঘুরি
কারণটা তুমি না বললেও জানি
মতিগতি তোমার সবই জানা
দুদিন পর কাম শেষে হইবা অচেনা
তুমি কি ভাবো আমি কিছুই বুঝিনা
আসল কথা, আমি পরোয়া করিনা।

আমি বড় বেপরোয়া, কারোর ধার ধারি না
নিয়ম নীতি সবই আমার,
কারোর বাপের খাই না।
যাচ্ছে সময় যাক না
রুটিন আমার লাগে না,
যে যা ভাবে ভাবুক
আমার আসে যায় না।
আমি বড় বেপরোয়া..

বেপরোয়া গানের লিরিক্স - শেখ সাদী :

Ei shohore abeger jayga keu deyna.
Sartho chara vetor ghore monta keu lekhe na
Somoy thakte somoy tumi raikho nijer haate
Porer ashay jhule roba bansh baganer jhope
Ami boro beporoya karor dhar dharina
Niyom neeti sobi amar
karor baper khai na
Jachhe somoy jak na
Routine amar laage na
Je ja vabe vabuk,
Amar ase jai na.
Ami boro beporoa

No comments:

Post a Comment

Blog Archive