A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Sunday, July 19, 2020

Ghum Valobashi (ঘুম ভালোবাসি) Lyrics - Samz Vai



GHUM VALOBASHI  (ঘুম ভালোবাসি):   'Ghum Valobashi' is a bangali sad song by Samz vai. Lyrics & Tune by Samz Vai.  The song is available in Eagle Music Video Station youtube channel.





SONG CREDITS - 


■ Song:Ghum Valobashi  - ঘুম ভালোবাসি 

■ Vocal: Samz vai

■ Lyrics: Samz vai

Music: Samz vai

■ Label : Eagle Music Video Station

■ Release Date : May 28, 2019


Ghum Valobashi  (ঘুম ভালোবাসি)  FULL VIDEO SONG





GHUM VALOBASHI  (ঘুম ভালোবাসি) SONG LYRICS IN BANGLA



  আজ এই নিশিতে মন 

কাদবে সারা রাত

কেউ তো এসে আর দেখবে না,

ওরে কেউ তো বুঝে না 

হাসি মুখের ভিতরে

লুকিয়ে থাকা যন্ত্রনা। - [২ বার]


আহা কি জাদু করলি, 

ওরে ও পাগলি

তোরে ভুলে থাকা যায় না,

আমি যেদিকেই তাকাই 

তোরেই দেখতে পাই

চারো দিকে মনে হয় আয়না।


ঘুম ভালোবাসি রে,

আমি ঘুম ভালোবাসি রে,

ঘুমাইলে তোর স্মৃতি গুলো 

ভুইলা থাকি রে।

আমি চক্ষু মেলিলে, 

তোরে খুইজা না পাইলে

এই বুকের ভিতর পরান পাখি

কাইন্দা মরে রে।


তোরে ছাড়া একা লাগে 

আমার প্রতি সময়, 

ধীরে ধীরে যাচ্ছে পুড়ে 

অবুঝ এই হৃদয়। 

যার কারনে পুড়ছে এ বুক 

সে তো বুঝে না

অন্য কারো বুকে এখন 

তাহার ঠিকানা। 


ঘুম ভালোবাসি রে,

আমি ঘুম ভালোবাসি রে,

ঘুমাইলে তোর স্মৃতি গুলো 

ভুইলা থাকি রে।

আমি চক্ষু মেলিলে, 

তোরে খুইজা না পাইলে

এই বুকের ভিতর পরান পাখি

কাইন্দা মরে রে।



আর কেউ না জানুক হায়

তুইতো জানতি মোরে। 

মনো-প্রাণ দিয়া কত 

বাসি ভালো তোরে।

ভালোবাসার তুই কি দিলি

এই কি প্রতিদান,

মান কুলমান সব ডুবাইলি, 

করলি অপমান।


ঘুম ভালোবাসি রে,

আমি ঘুম ভালোবাসি রে,

ঘুমাইলে তোর স্মৃতি গুলো 

ভুইলা থাকি রে।

আমি চক্ষু মেলিলে, 

তোরে খুইজা না পাইলে

এই বুকের ভিতর পরান পাখি

কাইন্দা মরে রে। - [২ বার] 


][ সমাপ্ত ][ 



Ghum Valobashi  (ঘুম ভালোবাসি)  গানটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

বাংলা নতুন সব গানের সম্পূর্ণ নির্ভুল এবং গোছানো লিরিক্স পেতে গুগল সার্চ লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে ভিজিট করুন। 

from MyLyricsWiki - বাংলা গানের লিরিক্স https://ift.tt/3fLB9LW

No comments:

Post a Comment

Blog Archive