A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Friday, July 12, 2019

Pure Gechhe Chokh Lyrics (পুড়ে গেছে চোখ) Anupam Roy | Sesher Golpo

Pure Gechhe Chokh Lyricsby Anupam Roy from Sesher Golpo Bengali Movie



Pure Gechhe Chokh Lyrics by Anupam Roy :

Pure Gechhe Chokh Song Is Sung by Anupam Roy from Sesher Golpo Bengali Movie Inspired form "Sesher Kobita" by Rabindranath Tagore. Music composed by Joy Sarkar And Bengali  Song Lyrics written by Rajib Chakraborty. Starring: Soumitra Chatterjee, Mamata Shankar, Kharaj Mukherjee And Others. Song Recording, Mixing and Mastering by Goutam Basu.

Song : Pure Gechhe Chokh
Movie : Sesher Golpo
Singer : Anupam Roy
Composition : Joy Sarkar
Lyrics : Rajib Chakraborty
Programming : Sabuj - Ashish
Directed & Story : Jiit Chakraborty
Presented by : Joydeb Samaddar
Produced By : Swastika Film Production
Label : Times Music Bangla

Pure Gechhe Chokh Song Lyrics In Bengali :

পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক,
কথার পালক হাওয়ায় হাওয়ায়।

ভেঙে গেছে ঘর, একা ঈশ্বর,
কপালের জ্বর খবর পাঠায়।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে।

পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক,
কথার পালক হাওয়ায় হাওয়ায়।

ওগো তুমি আদরের পাখি
বৃদ্ধ এ ডালে বাঁধো বাসা,
ভালোবেসে মরে যাওয়া বাকি
সময়ের আজব তামাশা।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে..

যতো ভাগে ভাগ করো তুমি
পড়ে থাকে শুধু ভাগশেষ,
বিচ্ছেদ কেন মরসুমি,
পাতা ঝরে যাওয়া অভ্যেস।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে।

পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক,
কথার পালক হাওয়ায় হাওয়ায়।

ভেঙে গেছে ঘর, একা ঈশ্বর,
কপালের জ্বর খবর পাঠায়।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে.. হে..

পুড়ে গেছে চোখ লিরিক্স - অনুপম রয় :

Pure Gechhe Chokh Tobu bhalo hokh
Kothar palok haway haway
Bhenge gechhe ghor Eka ishwar
Kopaler jwar khobor pathay
Pathorer niche chapa ghash
Bishader phool hoye photey
Ojotney phele rakha prem
Ekdin bish hoye othey
Ogo tumi adorer pakhi
Briddhyo e daale badho basa
Bhalobeshe morey jaowa baki
Somoyer ajob tamasha.

No comments:

Post a Comment

Blog Archive