A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Tuesday, September 11, 2018

Ei Mon Tomake Dilam Lyrics By Mahtim Shakib





না না না দে রে না না না দে রে না না না
দে রে না না না দে রে না না না দে রে না
না না দে রে না না না দে রে না না না
হুম বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম

তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।

তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম,
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

না না না দে রে না না না দে রে
না না না দে রে না দেরে-----

ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
হুম---ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো

এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারই নাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম,

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।।
হু হু হু হু হু হু হু হু হু হু হু হুহু





No comments:

Post a Comment

Blog Archive