Porichoy Lyrics by Anupam Roy :
Porichoy Song Is Sung by Anupam Roy. Nijer Porichoy Nijer Bhashay Khuje Nao Song Lyrics In Bengali Written by Anupam Roy. Piano, organ and programming by Nabarun Bose. Recorded, Mixed And Mastered by Srirup Chatterjee.Song : Porichoy
Music, lyrics, vocals & acoustic guitar : Anupam Roy
Electric guitar : Rishabh Ray
Bass guitar : Kaustav Biswas
Director : Sandipan Parial
Editor : Debmalya Mukherjee
DOP : Surajit Dawn, Sourav Chatterjee
Subtitle : Piya Chakraborty
Copyright : Anupam Roy Creations (ARC)
Porichoy Song Lyrics In Bengali :
যদি ওরা তোমায় চিনতে চেয়ে
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
পরিচয় লিরিক্স - অনুপম রায় :
Nijer porichoy nijer bhashay khuje nao
Ghrinar potaka urte diyo na
Nijer porichoy nije toiri kore na
Dhormer shekole manushke bedho na
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
পরিচয় লিরিক্স - অনুপম রায় :
Nijer porichoy nijer bhashay khuje nao
Ghrinar potaka urte diyo na
Nijer porichoy nije toiri kore na
Dhormer shekole manushke bedho na
from Bengali Lyrics https://ift.tt/3bSUIAq
No comments:
Post a Comment