SONG CREDITS :
■ Song : স্মৃতির ফানুস – Smritir Fanush
■ Artiste: Tahsan & Shusmita Anis
■ Lyrics :Tahsan & Mehedi Hasan Limon
■ Tune : Tahsan & Menon Khan
■ Music Producer : Menon Khan
■ Mix&Master : Tahsin Ahmed
■ Label: New Music Paradigm Company
■ Release Date : Feb 8, 2020
SMRITIR FANUSH FULL MUSIC VIDEO
SMRITIR FANUSH SONG LYRICS IN BANGLA
যদি কখনো মনের ভুলে ভুল করে
আমায় মনে পরে যায়,
খুঁজে দেখো পাবে ঠিকি আমাকে
ওই আকাশের তাঁরায়।
একটু সময় দিয়ো আমায়,
সঙ্গে তোমার,
উড়াবো স্মৃতির ফানুশ।
উড়াবো স্মৃতির ফানুশ।
তোমারই আঁচলে,
ঘুমিয়ে আদরের রাত,
ঘুমিয়ে আদরের রাত,
সে রাত গুলো কোথায় হারালে।
তোমারই আঁচলে,
ঘুমিয়ে আদরের রাত,
ঘুমিয়ে আদরের রাত,
সে রাত গুলো কোথায় হারালেম।
চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো
আজো তোমায় ডাকে।
আজো তোমায় ডাকে।
দেখো ডাকে,দেখো ডাকে,
দেখো ডাকে।
দেখো ডাকে।
ভুল করে আজ স্বপ্ন দেখিনা,
ভুল করে আজ
ফানুশ উড়াইনা।
ফানুশ উড়াইনা।
একটু সময় এতো কি বেশি
স্বপ্নে তোমায়,
আমি তো চাইতেই পারি।
আমি তো চাইতেই পারি।
তোমারই আঁচলে
ঘুমিয়ে আদরের রাত,
ঘুমিয়ে আদরের রাত,
সে রাত গুলো কোথায় হারালে
তোমারই আঁচলে ঘুমিয়ে
আদরের রাত
আদরের রাত
সে রাত গুলো কোথায় হারালেম।
চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে।
চেনা মোহনাতে ফিরে এসো,
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে।
][ সমাপ্ত ][
from MyLyricsWiki - বাংলা গানের লিরিক্স https://ift.tt/2H7Y5W1
No comments:
Post a Comment