Dur Thekeo Lyrics by Siam :
Dur Thekeo Song Is Sung by Siam from Opekkhar Sesh Din Bangla Drama Song. Starring: Apurbo And Sharlin. Music composed by Sajid Sarker And Bengali Song Lyrics written by Ador. This Bangla Natok Directed by Mizanur Rahman Aryan.Song : Dur Thekeo
Drama : Opekkhar Sesh Din
Singer : Siam
Tune & Music : Sajid Sarker
Lyrics : Ador
Director : Mizanur Rahman Aryan
Label : Cd Choice
Dur Thekeo Lyrics In Bengali :
কত কথা না বলেও হয়েছে বলাতবু কিছু রয়ে গেছে চোখের ভাষায়।
আর আমি পারিনি বলতে তোমায়
দিন গুলো কেটে গেছে ভালোবাসায়।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়।
দূর থেকেও আমি বাসতে পারি ভালো
তবু কাছের তোমায় লাগে অন্য রকম।
ভালো লাগার শুরুটা বুঝি এভাবেই
ভালোবাসা তাই তোমাকেই প্রথম।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়।
এখনো আমি তোমাকে ভেবেই দেখি
না দেখা সেই স্বপ্নের আকাশ।
আর যখন পারিনা বুঝতে তোমায়
মৌনতায় নেমে আসে দীর্ঘশ্বাস।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়।
Koto kotha na boleo hoyeche bola
Tobu kichu roye geche chokher vashay
Aar ami parini bolte tomay
Din gulo kete geche valobashay
Hoyto hobena bola konodin tomay
Jodi jai hariye bohudur ojanay
Dur thekeo Ami bashte pari valo
Tobu kache tomay laage onnorokm
Valo lagar shuruta bujhi evabei
Valobasha tai tomakei prothom
Ekhono ami tomake vebei dekhi
Na dekha shopner akash
Aar jokhon parina bujhte tomay
Mounotay neme ashe dirghoswash
No comments:
Post a Comment