A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Monday, February 11, 2019

PROTHOM UPOHAR (প্রথম উপহার) LYRICS - Jahid Nirob | Chirkutt

PROTHOM UPOHAR SONG LYRICS BY JAHID NIROB - Ghum Hara Chokhe is a romantic song sung by Jahid Nirob with the lyrics by Tushar Rahman.The tune was also composed by Jahid Nirob & Mixed & Mastered By Sumon Parvez, under the banner of Butter Communication.This is the official soundtrack from the short film Prothom Upohar, Featured by beautiful Tanjin Tisha & Directed By Mir Ishtiaque.

SONG CREDITS:
■ Song: Ghum Hara Chokhe
■ Singer: Jahid Nirob
■ Lyric : Tushar Rahman
■ Music: Jahid Nirob
■ Label: Jago Entertainment
■ Release Date : Feb 9, 2019

PROTHOM UPOHAR SONG LYRICS


ঘুমহারা চোখে,
ফিরে দেখি একবার।
ইচ্ছে করে তোমার
হাতে হাতটা মেলবার।

খুব মন খারাপের রাতে,
দূরের বাকা চাঁদটার সাথে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।

তোমার ঘুম ভাঙ্গানোর রাতে,
যখন বড্ড একা লাগে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।

তোমার দুচোখ ভরা মায়ায়,
আমার সকল বাহাদুরি।
তুমি শূন্য কোন দিনে,
আমি ভীষণ আনাড়ি ।

খুব মন খারাপের রাতে,
দূরের বাকা চাঁদটার সাথে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।

তোমার ঘুম ভাঙ্গানোর রাতে,
যখন বড্ড একা লাগে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে,
তোমার ছোট্ট হাতের পাশে,
তোমার ছোট্ট হাতের....পাশে।




No comments:

Post a Comment

Blog Archive