SONG CREDITS:
■ Song: Ghum Hara Chokhe
■ Singer: Jahid Nirob
■ Lyric : Tushar Rahman
■ Music: Jahid Nirob
■ Label: Jago Entertainment
■ Release Date : Feb 9, 2019
■ Song: Ghum Hara Chokhe
■ Singer: Jahid Nirob
■ Lyric : Tushar Rahman
■ Music: Jahid Nirob
■ Label: Jago Entertainment
■ Release Date : Feb 9, 2019
PROTHOM UPOHAR SONG LYRICS
ঘুমহারা চোখে,
ফিরে দেখি একবার।
ইচ্ছে করে তোমার
হাতে হাতটা মেলবার।
খুব মন খারাপের রাতে,
দূরের বাকা চাঁদটার সাথে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
তোমার ঘুম ভাঙ্গানোর রাতে,
যখন বড্ড একা লাগে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
তোমার দুচোখ ভরা মায়ায়,
আমার সকল বাহাদুরি।
তুমি শূন্য কোন দিনে,
আমি ভীষণ আনাড়ি ।
খুব মন খারাপের রাতে,
দূরের বাকা চাঁদটার সাথে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
তোমার ঘুম ভাঙ্গানোর রাতে,
যখন বড্ড একা লাগে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে,
তোমার ছোট্ট হাতের পাশে,
তোমার ছোট্ট হাতের....পাশে।
No comments:
Post a Comment