MAYA LYRICS BY SADMAN PAPPU - Maya is a Romantic Bengali song sung by Sadman Pappu.Composed by Amzad Hossain with the lyrics by Nirmal Dash.The music video features actor Ovi and Joy Sree and Directed by Saiful islam Roman.
SONG CREDITS :
■ Song: Maya
■ Singer: Sadman Pappu
■ Lyric : Nirmal Dash
■ Music: Amzad Hossain
■ Label: DMS
■ Release Date : Feb 1, 2019
SONG CREDITS :
■ Song: Maya
■ Singer: Sadman Pappu
■ Lyric : Nirmal Dash
■ Music: Amzad Hossain
■ Label: DMS
■ Release Date : Feb 1, 2019
MAYA BY SADMAN PAPPU FULL SONG
MAYA BY SADMAN PAPPU LYRICS
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায়-গো,
মনের মণিকোঠায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
মনে আমার লেগেছে আজ
সুখের পুবাল হাওয়া,
তাকে ঘিরে এখন আমার
সকল চাওয়া পাওয়া। - [ ২ বার ]
যাও রে হাওয়া উইড়া উইড়া,
যাও রে হাওয়া উইড়া উইড়া
প্রান বন্ধুর ঠিকানায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
মন কাড়িয়া মনের মানুষ
থাকে যদি দূরে,
ছটফট করে পরান পাখি
একলা মনের ঘরে। - [ ২ বার ]
কেমন করে বুঝাই তারে,
কেমন করে বুঝাই তারে
বেঁচে থাকা দায় গো,
বেঁচে থাকা দায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায়-গো,
মনের মণিকোঠায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
][ সমাপ্ত ][
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায়-গো,
মনের মণিকোঠায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
মনে আমার লেগেছে আজ
সুখের পুবাল হাওয়া,
তাকে ঘিরে এখন আমার
সকল চাওয়া পাওয়া। - [ ২ বার ]
যাও রে হাওয়া উইড়া উইড়া,
যাও রে হাওয়া উইড়া উইড়া
প্রান বন্ধুর ঠিকানায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
মন কাড়িয়া মনের মানুষ
থাকে যদি দূরে,
ছটফট করে পরান পাখি
একলা মনের ঘরে। - [ ২ বার ]
কেমন করে বুঝাই তারে,
কেমন করে বুঝাই তারে
বেঁচে থাকা দায় গো,
বেঁচে থাকা দায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায়-গো,
মনের মণিকোঠায়।
তারে দেখলে লাগে মায়া-গো
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী,
চোখের ইশারায়।
][ সমাপ্ত ][
No comments:
Post a Comment