Ondhokar Lyrics By Arman Alif - "Ondhokar" is a sad romantic Bengali song,Composed by Musfiq Litu, the song is sung by Arman Alif, with lyrics penned by Ahmed Risvy. The music video of the track features actors Supto & Nafisa Nupur, and Directed By Abul Hussain Mahmud.This song was released under the banner of Soundtek.
SONG CREDITS:
■ Song: Ondhokar
■ Singer: Arman Alif
■ Lyric : Ahmed Risvy
■ Music: Musfiq Litu
■ Label: Soundtek
■ Release Date : Feb 23, 2019
SONG CREDITS:
■ Song: Ondhokar
■ Singer: Arman Alif
■ Lyric : Ahmed Risvy
■ Music: Musfiq Litu
■ Label: Soundtek
■ Release Date : Feb 23, 2019
ONDHOKAR BY ARMAN ALIF FULL SONG
ONDHOKAR BY ARMAN ALIF LYRICS
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
তোর ভালোবাসার মিথ্যে আশায়,
শুধু দুচোখে জল,
হৃদয়হীনা তোর মনে
ছিলোই শুধু ছল।
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
বকুল ফুলের মালা গেঁথে
তুই পরায় দিতি হাতে,
ফুলটি আমার সারাজিবন
থাকবে আমার সাথে।
কত চিঠি লিখতি আমায়
তুই বলতি কত কথা,
একদিনও না দেখলে আমায়
পাইতি মনে ব্যথা।
আমি এখন কেমন আছি
তুই রাখিস না খবর,
নিজের হাতেই দিলিরে তুই
প্রেমেরই কবর।
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
পড়ার ঘরের জানলা খুলে
তুই থাকতি আমার আশায়,
একটু যদি সময় যেত
জল আসতো চোখের পাতায়।
জ্যোৎস্না রাতে কাটতো প্রহর
তোর কোলে মাথা রেখে,
সময়গুলো ফুরিয়ে যেত
আকাশের তাঁরাতে।
আমার মনের ফুলদানীতে
শুধুই কাঁটার বাস,
আমি নাকি আমার চোখের জল
বল তুই কোনটা চাস?
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
No comments:
Post a Comment