AVASH LYRICS BY AVASH - TANZIR TUHIN - Avash is a Self Title Bengali song by the Band AVASH.Tuned & Composed by AVASH (BAND) with also the lyrics by the band, the song is sung by Tanzir Tuhin.
SONG CREDITS :
■ Song: Avash
■ Singer: Tanzir Tuhin
■ Lyric : Avash
■ Music: Avash
■ Label: Avash (Band Release)
■ Release Date : Jan 27, 2019
SONG CREDITS :
■ Song: Avash
■ Singer: Tanzir Tuhin
■ Lyric : Avash
■ Music: Avash
■ Label: Avash (Band Release)
■ Release Date : Jan 27, 2019
AVASH SONG OFFICIAL MUSIC VIDEO
AVASH SONG LYRICS
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে,
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়,
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি।
কত আদরে ভালবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়,
সে ভালবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয় সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল,
কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব,
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু হাত তুলে ধরি বাড়িয়ে,
আমি সৃষ্টি -
তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবির অবেলায়
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়,
এখানে পড়ে আছে কত শত প্রান,জীবনের গান,
গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,
খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে হেটে হায়,
সে ভালবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয় সপেছি তোমায়। - [ ২ বার ]
কত আদরে....।
][ সমাপ্ত ][
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়,
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি।
কত আদরে ভালবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়,
সে ভালবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয় সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল,
কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব,
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু হাত তুলে ধরি বাড়িয়ে,
আমি সৃষ্টি -
তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবির অবেলায়
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়,
এখানে পড়ে আছে কত শত প্রান,জীবনের গান,
গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,
খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে হেটে হায়,
সে ভালবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয় সপেছি তোমায়। - [ ২ বার ]
কত আদরে....।
][ সমাপ্ত ][
No comments:
Post a Comment