Moner Manush Hoila Na Lyrics by Ankur Mahmud Featuring Polly Sharmin
Song: Moner Manush Hoila Na [ মনের মানুষ হইলা না ]
Singer: Polly Sharmin
Lyrics & Tune: Robiul Islam Robi
Mandolin & Classical Guitar: Shuvendu Das Shuvo
Music: Ankur Mahamud
Starring: Mahabub Alam Shaan & Ishana Adrija
Moner Manush Hoila Na Song Lyrics :
আমার প্রেমের আগুন মনে জ্বলে
প্রেমের আগুন মনে জ্বলে
নিভাই গেলা না
তুমি আমার মনের মানুষ হইলা না
হইলা না
তুমি আমার মনের মানুষ হইলা না
মিছামিছি প্রেমের মালা
তোমার লাইগা গাঁথি
পাষাণ বন্ধু বুঝলা নারে
কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি
আমার গাঁথা মালা রইল পড়ে
তুমি না আইলা
তুমি আমার মনের মানুষ হইলানা
নয়ন জ্বলে বুক ভেসে যায়
যখন তোমায় ভাবি
জীবনের চেয়ে তোমায়
বেশি ভালোবাসিগো বেশি ভালোবাসি
আমার আশায় আশায় দিন বয়ে যায়
আশায় আশায় দিন বয়ে যায়
তবুনা আইলা
তুমি আমার মনের মানুষ হইলা না
আমার প্রেমের আগুন মনে জ্বলে
প্রেমের আগুন মনে জ্বলে
নিভাই গেলা না
তুমি আমার মনের মানুষ হইলা না
হইলা না
তুমি আমার মনের মানুষ হইলা না
No comments:
Post a Comment