A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Thursday, January 3, 2019

OHONGKAR (অহংকার) SONG LYRICS - ARMAN ALIF | BANGLA SONG

OHONGKAR BY ARMAN ALIF MP3 SONG LYRICS IN BANGLA :

ohongkar song lyrics, ohongkar by arman alif lyrics
OHONGKAR LYRICS BY ARMAN ALIF : Presenting ' Ohongkar ' Bengali Song lyrics.This song is sung Arman Alif & Lyrics penned by Shawon Hossain Raju.While the music is composed by Sk Sameer.








SONG CREDITS :
■ Song: Ohongkar
■ Singer: Arman Alif
■ Lyric : Shawon Hossain Raju
■ Music: Sk Sameer
■ Label: Rosogolla
■ Release Date : Jan 3, 2019

OHONGKAR BY ARMAN ALIF FULL VIDEO SONG


OHONGKAR BY ARMAN ALIF LYRICS

আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয়,
উড়তে তোমায় ঐ বিধাতা
পাখা যেন দেয়। - [ ২ বার ]

মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। - [ ২ বার ]

রোদে আমার পুড়ুক দেহ
চাইনা তোমার ছায়া,
তোমার মতোই পাথর হবো,
ভুলবো মায়া দয়া। - [ ২ বার ]

মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। - [ ২ বার ]

রাত পোহালেই ঘুম ফুরাবে
স্বপ্ন যাবে উড়ে,
কাছে আসতে চাইলে তুমি
আমি যাবো দূরে। - [ ২ বার ]

মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। - [ ২ বার ]

আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয়,
উড়তে তোমায় ঐ বিধাতা
পাখা যেন দেয়। - [ ২ বার ]

মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। - [ ৩ বার ]

No comments:

Post a Comment

Blog Archive