A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Friday, January 11, 2019

DHEU (ঢেউ) LYRICS - AHMED HASAN SUNNY | Fruit Cake (Short Film)

dheu-lyrics-ahmed-hasan-sunny,dheu-mp3-song-lyrics,dheu-lyrics-ahmed-hasan-sunny
DHEU LYRICS BY AHMED HASAN SUNNY - FRUITCAKE SHORT FILM, The song "Dheu" is written By Ahmed Hasan Sunny & composed & produced and by Amzad Hussain and sung by Ahmed Hasan Sunny. The song is from Kazi Sami Hasan directed short film 'Fruit Cake' which Sporsiya and Allen Shuvro in the lead roles.

SONG CREDITS :
■ Song : Dheu
■ Singer : Ahmed Hasan Sunny
■ Lyrics : Ahmed Hasan Sunny
■ Music : Amzad Hussain
■ Short Film : Fruit Cake (2018)
■ Label : iflix
■ Release Date : Jan 7, 2019

DHEU BY AHMED HASAN SUNNY OFFICIAL MUSIC VIDEO


DHEU BY AHMED HASAN SUNNY LYRICS


আর যতবার কথা বলবার সময় পাবো, 
ততবার খুব চুপ করে থেকে 'তোমাকে' চাবো। 
আর যতবার গান শোনাবার হবে অবকাশ, 
আমার সকল শব্দ ছন্দ তোমার আকাশ। 

একে অন্যের নদীর ভেতর হয়ে যাবো ঢেউ, 
আমাদের এই গল্পগাথা জানবে না কেউ।
একে অন্যের নদীর ভেতর হয়ে যাবো ঢেউ, 
আমাদের এই গল্পগাথা জানবে না কেউ।

আমাদের এই গল্পগাথা জানবে না কেউ...। 

জীবন যেখানে যাচ্ছে চলে মিছিলের মতো, 
নিরবতা তার প্রেম নিয়ে বোকে হয়েছে নত। 

এই জনমের না পাওয়া বাসনা মিলবে তোমাতে, 
পরের জনমে আমাকেই নিয়ো তোমার সাথে। 
এই জনমের না পাওয়া বাসনা মিলবে তোমাতে, 
পরের জনমে আমাকেই নিয়ো তোমার সাথে। 

একে অন্যের নদীর ভেতর হয়ে যাব ঢেউ, 
আমাদের এই গল্প গাথা জানবে না কেউ, 
আমাদের এই গল্প গাথা জানবে না কেউ। 

রাতের সাথে যেই প্রেমে হয় ভোরের দেখা,
ভালোবাসাটাই থেকে যায় শুধু হৃদয়ে লিখা। 
রাতের সাথে যেই প্রেমে হয় ভোরের দেখা, 
ভালোবাসাটাই থেকে যায় শুধু হৃদয়ে লিখা। 

আর যতবার কথা বলবার সময় পাবো, 
ততবার খুব চুপ করে থেকে 'তোমাকে' চাবো।


No comments:

Post a Comment

Blog Archive