A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Sunday, January 6, 2019

Ghure Takao (ঘুরে তাকাও) Lyrics-Anupam Roy| Shah Jahan Regency

Song Credits : Song: Ghure Takao Lyrics, Music and Vocals: Anupam Roy Arranged and Programmed by: Kuntal De Violin: Rohan Roy Recorded by: Debojit Sengupta Mixed and Mastered by: Shomi Chatterjee Music Label: SVF Music



Ghure Takao Lyrics in Bengali


শুনে দেখো গান আমার হয়তো ভালো লেগে যেতে পারে
একটু সময় দিতে হায়! বদলে যেতে পারে তোমার কান
তোমার জানলায় উড়ুক নতুন এক নিশাণ!
হেঁটে দেখো পথ আমার হয়তো ভালো লেগে যেতে পারে
বৃষ্টি ভেজা অন্ধকার, ছাতিম ফুলের গন্ধে বেশামাল
কেন ফালতু ভেবে হচ্ছ না যে হাল

এসো ডায়নিং টেবিলে খেলি পিং পং
বোকা মন খারাপের লিখি থিম সং
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ করাই ছুটি ছারাই শীতের দিনে

ও ও ও ঘুরে তাকাও, ও ও ও ঘুরে তাকাও (২ বার)

থেকে দেখো ঘর আমার হয়তো ভালো লেগে যেতে পারে
এক বালিশেই স্বপ্ন হোক, আয়না কোণে থাকুক তোমার টিপ
আমায় শাসন করক তোমার চুলের ক্লিপ
ছুঁইয়ে দেখো হাত আমার হয়তো ভালো লেগে যেতে পারে
এই শরিরে ঢেউ ঊঠে ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়!
একটা সুযোগ দিয়ে তাই আমায়!


এসো ডায়নিং টেবিলে খেলি পিং পং
বোকা মন খারাপের লিখি থিম সং
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ করাই ছুটি ছারাই শীতের দিনে

ও ও ও ঘুরে তাকাও









No comments:

Post a Comment

Blog Archive