KENO AKHI CHOLO CHOLO LYRICS IN BANGLA FROM HRIDOYER AYNA (1997) :
KENO AKHI CHOLO CHOLO LYRICS BY AGUN FROM HRIDOYER AYNA (1997) : Presenting 'Keno Akhi Cholo Cholo' Bengali Song Lyrics.This song is sung by Agun & Lyrics penned by Moniruzzaman Monir.While the music was composed by Alam khan.This is a song from the 1997 blockbuster film 'Hridoyer Ayna' featuring Riaz & Ayna.SONG CREDITS :
■ Song: Keno Akhi Cholo Cholo
■ Singer: Agun
■ Lyric : Moniruzzaman Monir
■ Music: Alam Khan
■ Movie: Hridoyer Ayna
■ Production: Atlas Movies
■ Copyright & Distributed By Anupam Recording Media
■ Label: Anupam
■ Release Date : May 8, 2018 (On Youtube)
KENO AKHI CHOLO CHOLO OFFICIAL MUSIC VIDEO
KENO AKHI CHOLO CHOLO LYRICS IN BANGLA
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে পাখিরা ডাকে না,
তুমি না হাসলে ফুলেরা ফোটে না। - [ ২ বার ]
মুক্ত ঝরা মুখটি তোমার
থাকে যখন কালো,
মনে হয় মেঘের ভিড়ে,
সূর্য লুকিয়ে গেলো। - [ ২ বার ]
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না - একটু - হাসো না,
তুমি না হাসলে ঝর্ণা ঝরে না,
তুমি না হাসলে নদীরা ছোটে না।
একটুখানি হাসো যদি,
তাঁরার মালা দেবো।
সাগরের গভীর থেকে
রত্ন কুড়িয়ে দেবো। - [ ২ বার ]
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে বাসরী বাজে না,
তুমি না হাসলে পৃথিবী সাঁজে না।
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে পাখিরা ডাকে না,
তুমি না হাসলে ফুলেরা ফোটে না।
][ সমাপ্ত ][
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে পাখিরা ডাকে না,
তুমি না হাসলে ফুলেরা ফোটে না। - [ ২ বার ]
মুক্ত ঝরা মুখটি তোমার
থাকে যখন কালো,
মনে হয় মেঘের ভিড়ে,
সূর্য লুকিয়ে গেলো। - [ ২ বার ]
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না - একটু - হাসো না,
তুমি না হাসলে ঝর্ণা ঝরে না,
তুমি না হাসলে নদীরা ছোটে না।
একটুখানি হাসো যদি,
তাঁরার মালা দেবো।
সাগরের গভীর থেকে
রত্ন কুড়িয়ে দেবো। - [ ২ বার ]
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে বাসরী বাজে না,
তুমি না হাসলে পৃথিবী সাঁজে না।
কেন আঁখি ছল ছল?
কেন চুল এলোমেলো?
হাসো না একটু হাসো না,
তুমি না হাসলে পাখিরা ডাকে না,
তুমি না হাসলে ফুলেরা ফোটে না।
][ সমাপ্ত ][
কেন আঁখি ছল ছল লিরিক্স
কেন আঁখি ছল ছল শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন এবং গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। আলম খানের সুর ও সংগীতে এটি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের আয়না সিনেমার একটি গান। গানটিতে অভিনয় করেছেন রিয়াজ এবং আয়না। গানটি ৮ই মে ২০১৮ সালে অনুপম মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
No comments:
Post a Comment