PAGOL BOLE LOKE LYRICS - TAZUL ISLAM - Pagol Bole Loke is a sad Romantic Bengali song Tuned by Tazul Islam with also the lyrics by Tazul Islam, the song is sung by Tazul Islam.This song is composed by Ankur Mahamud.The music video features actors Zaher Alvi & Ontora and directed by Eagle team.
SONG CREDITS:
■ Song: Pagol Bole Loke
■ Singer: Tazul Islam
■ Lyric : Tazul Islam
■ Music: Ankur Mahamud
■ Label: Eagle Music
■ Release Date : Jan 31, 2019
SONG CREDITS:
■ Song: Pagol Bole Loke
■ Singer: Tazul Islam
■ Lyric : Tazul Islam
■ Music: Ankur Mahamud
■ Label: Eagle Music
■ Release Date : Jan 31, 2019
PAGOL BOLE LOKE OFFICIAL MUSIC VIDEO
PAGOL BOLE LOKE LYRICS
বাতাসের সাথে কথা বলি
পাঠাইওরো চিঠি,
রোজ রাত্রে চোখের জলে
তোর নামটাই লিখি।
রোজ জানালায় উঁকি দিয়ে
দেখিস আজ কাকে,
কে তোর ওই মন পাড়াতে
প্রেমের রং মাখি। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
রোজ বিকালে ছাদে কি আর
হয় রে আসা-যাওয়া,
মোবাইল হাতে সময় কাটে
হয় না তোরে ছোঁয়া।
কার দেয়া নীল শাড়ি আর
নীল চুড়ি আজ পড়িস?
কার সাথে আমার মতো
এতো বায়না ধরিস? - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
কার নামের সোনামের ফুল
তোর মুখে ফোটে,
কার জন্য সাজিস মেয়ে
লিপস্টিক রাখিস ঠোটে।
আমার তোরে দিলাম আমার
এই জীবনের সকল,
তুই আমার খাটি চিনলি না
চিনলি রে তুই নকল। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
পাঠাইওরো চিঠি,
রোজ রাত্রে চোখের জলে
তোর নামটাই লিখি।
রোজ জানালায় উঁকি দিয়ে
দেখিস আজ কাকে,
কে তোর ওই মন পাড়াতে
প্রেমের রং মাখি। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
রোজ বিকালে ছাদে কি আর
হয় রে আসা-যাওয়া,
মোবাইল হাতে সময় কাটে
হয় না তোরে ছোঁয়া।
কার দেয়া নীল শাড়ি আর
নীল চুড়ি আজ পড়িস?
কার সাথে আমার মতো
এতো বায়না ধরিস? - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
কার নামের সোনামের ফুল
তোর মুখে ফোটে,
কার জন্য সাজিস মেয়ে
লিপস্টিক রাখিস ঠোটে।
আমার তোরে দিলাম আমার
এই জীবনের সকল,
তুই আমার খাটি চিনলি না
চিনলি রে তুই নকল। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
No comments:
Post a Comment