A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Monday, January 14, 2019

TUMI JANO NA (তুমি জানো না) LYRICS - X GIRLFRIEND | Ahmed Souren - Adeeba Ali Anisha

tumi-jano-na-lyrics-from-drama-x-girlfriend
TUMI JANO NA LYRICS FROM X GIRLFRIEND - The song ' Tumi Jano Na' is sung by Ahmed Souren and Adeeba Ali Anisha and also composed By Ahmed Souren.This is the ost of the drama X Girlfriend featuring Afran Nisho, Tanjin Tisha in the lead role and directed by Kajal Arefin Ome.




SONG CREDITS :
■ Song: Tumi Jano Na
■ Singer: Ahmed Souren & Adeeba Ali Anisha
■ Lyrics: Ahmed Souren
■ Music: Ahmed Souren
■ Label: CINEMAWALA
■ Release Date: Jan 13, 2019

TUMI JANO NA OFFICIAL MUSIC VIDEO


TUMI JANO NA LYRICS FROM X GIRLFRIEND

কে বানাইলো এই পিরিতি
আমারে শিখাইলো না।
পিরিতি শিখাইয়া তুমি
উড়াল মাইরা কই গেলা। - [ ২ বার ]

জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
ভালোবাইসা তোমারে
এ মনে বড়ই ব্যথা।

তুমি জানো না...
জানো না... জানো না...ও...ও।
তুমি জানো না...
জানো না...ও...ও।

আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?

কে বানাইলো এই পিরিতি
আমারে শিখাইলো না।
পিরিতি শিখাইয়া তুমি
উড়াল মাইরা কই গেলা।

জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
ভালোবাইসা তোমারে
এ মনে বড়ই ব্যথা।

তুমি জানো না...
জানো না... জানো না...ও...ও।
তুমি জানো না...
জানো না...ও...ও... ও...ও।

আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও?

তোমার লাগি ঘুমাই আমি
তোমার এতো কি চিন্তা?
আমি যে তোমাকে ছাড়া
নতুন কিছুই বুঝি না।

আমার মনে জ্বালা বন্ধু
তুমি কেমনে বুঝিবা?
আমার মনে আজও আছে
তোমার লেখা কবিতা।

আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো নাই রে বন্ধু,
আমি ভালো থাকি না।

তুমি তো তা জানো না রে
তুমি সেটা জানো না।

জীবনে তো ভালোবাসা
বারে বারে আসে না।
আমায় দেইখা তোমার মুখে
হাসি কেনো ফুটে না?

আমিতো সেই আগের মতো
ভালোবেসেই গেলাম গা।
আমার মনে জুতা মাইরা
কি এমন মজা পাইলা?

তুমি জানো না...
জানো না... জানো না...ও...ও।
তুমি জানো না...
জানো না...ও...ও... ও...ও।

আমারে এ মনে
কেনো ব্যথা দিয়ে চলে যাও ?
আমাকে ধরে কাছে টেনে
কেনো ঠেলে দেও? - [ ৩ বার ]

No comments:

Post a Comment

Blog Archive