A blog of lyrics including Bangla Song, Indian Bangla Song, Bangla Natok Song, Album Song.

Breaking

Monday, January 14, 2019

SONDHA TARA (সন্ধ্যাতারা) LYRICS - IMRAN MAHMUDUL | BENGALI SONG

SONDHA TARA LYRICS BY IMRAN
SONDHA TARA LYRICS BY IMRAN - The song "Sondha Tara" is written by Sharif Al Din composed by Musfiq Litu, sung by Imran Mahmudul.The official music video of this song is directed by Samir Uddin and featured by Sallha Khanam Nadia, Sumit Saif.








SONG CREDITS:
■ Song: Sondha Tara
■ Singer: Imran Mahmudul
■ Lyrics: Sharif Al Din
■ Music: Musfiq Litu
■ Label: Central Music and Video [CMV]
■ Release Date: Jan 13, 2019

SONDHA TARA OFFICIAL MUSIC VIDEO


SONDHA TARA SONG LYRICS IN BANGLA
ডুবু ডুবু সন্ধ্যে বেলা
কোথায় যাবি তুই?
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই। - [ ২ বার ]

ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই,
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।

আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।

আমায় রেখে একলা একা,
হোস না নিরুদ্দেশ।
ভালোবেসে তোর পাশে
এই তো আছি বেশ। - [ ২ বার ]

ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই।

আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।

ভাবনাগুলো তোকে নিয়ে
দিচ্ছে হামাগুড়ি,
তোর আকাশে মেঘের পাশে
উড়ছে ইচ্ছেঘুড়ি। - [ ২ বার ]

ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই।

আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।

ডুবু ডুবু সন্ধ্যে বেলা
কোথায় যাবি তুই?
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।

ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই।

আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।

No comments:

Post a Comment

Blog Archive